রোগা-পাতলা? তাহলে লেখাটি আপনার জন্যই
যারা খুব রোগা-পাতলা এবং অনেক খাওয়ার পরেও ওজন বাড়ে না, তাদেরকে ইংরেজিতে হার্ডগেইনার(Hardgainer) বলে। সাধারণত এদের হাড় চিকন এবং মেটাবলিজম (সোজা বাংলায় হজম শক্তি) খুব দ্রুত হওয়ার ফলে যতই খান না কেন, সেটা গায়ে লাগে না। আমাদের বাংলাদেশে এ ধরনের গঠনই বেশি বলে চারদিকে শুধু রোগা-পাতলা মানুষ চোখ পড়ে। তবে স্বাস্থ্য ভালো করে ওজন বাড়ানো একেবারে অসম্ভব ব্যাপার নয়। শুধু অন্যান্য রেগুলার পদ্ধতির চাইতে একটু ভিন্ন পদ্ধতিতে যেতে হবে।
হার্ডগেইনারদের যেসব ব্যাপার খেয়াল রাখতে হবে
- ব্যায়ামের সময় যথা সম্ভব কম রাখতে হবে, বড়জোড় এক ঘণ্টা। কেননা পেশী বাড়াতে যে হরমোনের দরকার হয়, সেটা এক ঘণ্টা পরে কমে যেতে শুরু করে। তাই এক ঘণ্টার পরেও যদি ব্যায়াম চালিয়ে যান তাহলে পেশী ক্ষয় হতে শুরু করবে।
- ব্যায়াম করার সময় একটা সেট শেষ করে আরেকটা সেট শুরু করার মাঝে যত কম বিশ্রাম নিতে পারবেন, তত ভালো। বড়জোড় ৯০ সেকেণ্ড বিশ্রাম নিবেন। তারপর আবার পরবর্তী সেটের ব্যায়াম শুরু করে দেবেন। বেশী বিশ্রাম নিলে শরীর ঠাণ্ডা হয়ে যেতে পারে।
- পর পর দুইদিনের বেশী একটানা ব্যায়াম করবেন না। সবচেয়ে ভালো হয় যদি একদিন পর পর ব্যায়াম করতে পারেন। মনে রাখবেন জিমে কিন্তু শরীর বাড়ে না। জিমে শুধু পেশীকে নাড়িয়ে দেয়া হয়, সেখানে যথাসম্ভব রক্তসঞ্চালন করে জাগিয়ে তুলতে হয়। পেশী বাড়ে যখন খাওয়া-দাওয়া ঠিক মতো করে বাড়িতে ঘুমাবেন বা বিশ্রাম নিবেন তখন। এছাড়া পেশী যথেষ্ঠ বিশ্রাম পেলে পরের বার জিমে গিয়ে আবার নতুন উদ্যমে শুরু করতে পারবেন। নইলে ক্লান্তি লাগবে, ব্যায়াম করার ইচ্ছে কমে যাবে।
- প্রতি সেট ব্যায়ামে ৬ থেকে ১৫ র্যাপ্স্-এর বেশী যাবেন না। হালকা ওয়েট নিয়ে বেশী র্যাপ্স্ দিলে শরীর মেয়েদের মত কোমল ও নরম গঠনের হয়ে যাবে। পেশী বাড়াতে চাইলে বেশী ওজন নিয়ে যত কম র্যাপ্স্ দিতে পারেন, তত ভালো।
- দিনের পর দিন একই রুটিনে ব্যায়াম না করাই ভালো। মাঝে মাঝে রুটিন চেঞ্জ করতে পারেন। অর্থাৎ কয়েক সপ্তাহ পরে মাঝের ব্যায়ামটা আগে, প্রথম ব্যায়ামটা মাঝে- এভাবে ঘুরিয়ে নিতে পারেন। এতে একঘেয়েমি লাগবে না।
- বেশী ওজন নিতে গিয়ে আবার ব্যায়ামের ফর্ম যাতে নষ্ট হয়ে না যায়, সেটা দেখতে হবে। যেমন ধরুন হাতের পেশীর ব্যায়াম করছেন। অন্যদের সাথে পাল্লা দিয়ে বেশী ওজন নিতে গিয়ে হাতের পেশীর সাথে কাধের পেশীও ব্যবহার করলেন। এটা নিজের সাথেই এক ধরনের প্রতারণা। এটা কখনো করবেন না। অন্যের সাথে তুলনা না করে নিজের যেটুকু সামর্থ, সেটুকুই সঠিক ভাবে করবেন। এ প্রসঙ্গে আরেকটা কথা- কখনোই অন্যের বডির বা শক্তির সাথে নিজের তুলনা করবেন না। এতে হীনমন্যতার সৃষ্টি হতে পারে। আপনি আপনার বডির বেস্ট ফর্মে যাওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ পাল্লাটা হবে নিজের সাথে, নিজের বর্তমান অবস্থা থেকেও আরো বেটার অবস্থানে যাওয়ার।
- জিমের মেশিন এড়িয়ে চলবেন। ফ্রি ওয়েট ব্যবহার করবেন।
- রুটিন বানিয়ে ব্যায়ামের নোট রাখবেন। এতে হিসাব থাকবে যে এই সপ্তাহে কত ওজন নিতে পারলেন, বা কতটা র্যাপ্স্ দিতে পারলেন। পরের সপ্তাহে চেষ্টা করবে সেই একই ব্যায়ামে ২ কেজি বা ৫ পাউণ্ড ওজন বাড়াতে। যেমন ধরুন- ৫০ কেজি দিয়ে ৮ বার বেঞ্চপ্রেস দিতে পারলেন এই সপ্তাহে। পরের সপ্তাহে টার্গেট থাকবে ৫২ কেজি দিয়ে ৮ বার দেয়ার। কিংবা ধরেন এই সপ্তাহে ৫টা পুল-আপ দিতে পারলে পরের সপ্তাহে ৬টা দেবেন। এগুলো হিসাব রাখতেই রুটিনের নোট রাখা উচিত। এতে বুঝতে পারবেন আপনার ব্যায়ামের এবং শক্তির কতটা উন্নতি হচ্ছে। (যারা সিরিয়াস, তারা এইটা অবশ্যই করবেন।)
- দুই সপ্তাহ পর পর শরীরের ওজন এবং ফিতা দিয়ে দেহের বিভিন্ন অংশের মাপ নিবেন। এটাও লিখে রাখবেন। টার্গেট রাখবেন প্রতি দুই সপ্তাহে ২ কেজি করে ওজন বাড়াতে।
রুটিন
এবার আসি রুটিনের ব্যাপারে। যারা খুব রোগা এবং যারা দ্রুত কিছু ওজন বাড়াতে চান, তাদের জন্য একটা ব্যায়ামের স্যাম্পল রুটিন। তবে বিশ্বাস করুন, এই সম্পর্কিত যতগুলো রুটিন আছে, তার মধ্যে এটি অন্যতম এবং কার্যকরী। এই রুটিনে নিজের মত করে সপ্তাহকে ৭ দিনের বদলে ৮ দিন করে নেবেন। একদিন পর পর করে চারদিন ব্যায়াম করে আবার প্রথম থেকে শুরু করবেন। ঠিকমতো খাওয়াদাওয়া, বিশ্রাম আর ব্যায়াম করে যেতে পারলে ৬ সপ্তাহ পর থেকেই শরীরে পরিবর্তন দেখতে পাবেন।
প্রথম দিন: Chest/Back/Biceps/Triceps/Upper Abs
Superset #1:
ব্যায়ামের নাম | সেট | রেপ্স | রেস্ট |
---|---|---|---|
Incline Dumbbell Press | ৩ | ৮-১০ | ০ |
Close Grip Pull-up | ৩ | ৮-১০ | ৬০ সেকেন্ড |
Superset #2:
ব্যায়ামের নাম | সেট | রেপ্স | রেস্ট |
---|---|---|---|
Flat Dumbbell Bench Press | ৩ | ১০-১২ | ০ |
Neutral Grip Pull-ups | ৩ | ১০-১২ | ৬০ সেকেন্ড |
Superset #3:
ব্যায়ামের নাম | সেট | রেপ্স | রেস্ট |
---|---|---|---|
Dumbbell Hammer Curls | ৩ | ৮-১০ | ০ |
Overhead Triceps Extensions | ৩ | ৮-১০ | ৬০ সেকেন্ড |
Superset #4:
ব্যায়ামের নাম | সেট | রেপ্স | রেস্ট |
---|---|---|---|
Dumbbell Preacher Curls | ৩ | ১০-১২ | ০ |
Triceps Pushdowns | ৩ | ১০-১২ | ৬০ সেকেন্ড |
দ্বিতীয় দিন: Thighs/Hamstrings/Delts/Calves/Lower Abs
Superset #1:
ব্যায়ামের নাম | সেট | রেপ্স | রেস্ট |
---|---|---|---|
Wide Stance Squats | ৩ | ৮-১০ | ০ |
Dumbbell Stiff Legged Deadlifts | ৩ | ৮-১০ | ৬০ সেকেন্ড |
Superset #2:
ব্যায়ামের নাম | সেট | রেপ্স | রেস্ট |
---|---|---|---|
Leg Extensions | ৩ | ১০-১২ | ০ |
Lying Leg Curls | ৩ | ১০-১২ | ৬০ সেকেন্ড |
Superset #3:
ব্যায়ামের নাম | সেট | রেপ্স | রেস্ট |
---|---|---|---|
Lateral Raises | ৩ | ১০-১২ | ০ |
Standing Calf Raises | ৩ | ১০-১২ | ৬০ সেকেন্ড |
Superset #4:
ব্যায়ামের নাম | সেট | রেপ্স | রেস্ট |
---|---|---|---|
Bent Over Lateral Raises Curls | ৩ | ১০-১২ | ০ |
Seated Calf Raises | ৩ | ১০-১২ | ৬০ সেকেন্ড |
Hanging Leg Raises | ৩ | ১৫-২০ | ৬০ সেকেন্ড |
তৃতীয় দিন: Chest/Back/Biceps/Triceps
Modified Compound Superset #1:
ব্যায়ামের নাম | সেট | রেপ্স | রেস্ট |
---|---|---|---|
Incline Bench Press | ৩ | ১০, ৮, ৬ | ৯০ সেকেন্ড |
Close Grip Chins with reverse grip | ৩ | ১০, ৮, ৬ | ৬০ সেকেন্ড |
Modified Compound Superset #2:
ব্যায়ামের নাম | সেট | রেপ্স | রেস্ট |
---|---|---|---|
Chest Dips | ৩ | ১০, ৮, ৬ | ৯০ সেকেন্ড |
Wide Grip Pull-ups to front | ৩ | ১০, ৮, ৬ | ৯০ সেকেন্ড |
Modified Compound Superset #3:
ব্যায়ামের নাম | সেট | রেপ্স | রেস্ট |
---|---|---|---|
E-Z Curls | ৩ | ১০, ৮, ৬ | ৯০ সেকেন্ড |
Close Grip Bench Press | ৩ | ১০, ৮, ৬ | ৯০ সেকেন্ড |
Modified Compound Superset #4:
ব্যায়ামের নাম | সেট | রেপ্স | রেস্ট |
---|---|---|---|
E-Z Preacher Curls | ৩ | ১০, ৮, ৬ | ৬০ সেকেন্ড |
Lying Triceps Extensions | ৩ | ১০, ৮, ৬ | ০ |
Crunches | ৩ | ১০, ৮, ৬ | ৬০ সেকেন্ড |
চতুর্থ দিন: Thighs/Hamstrings/Delts/Calves
Modified Compound Superset #1:
ব্যায়ামের নাম | সেট | রেপ্স | রেস্ট |
---|---|---|---|
Medium Stance Squats | ৩ | ১০, ৮, ৬ | ৯০ সেকেন্ড |
Lying Leg Curls | ৩ | ১০, ৮, ৬ | ৬০ সেকেন্ড |
Modified Compound Superset #2:
ব্যায়ামের নাম | সেট | রেপ্স | রেস্ট |
---|---|---|---|
Leg Press | ৩ | ১০, ৮, ৬ | ৯০ সেকেন্ড |
Barbell Stiff Legged Dead-lifts | ৩ | ১০, ৮, ৬ | ৯০ সেকেন্ড |
Modified Compound Superset #3:
ব্যায়ামের নাম | সেট | রেপ্স | রেস্ট |
---|---|---|---|
Seated Military Press | ৩ | ১০, ৮, ৬ | ৯০ সেকেন্ড |
Calf Press | ৩ | ১০, ৮, ৬ | ৯০ সেকেন্ড |
Modified Compound Superset #4:
ব্যায়ামের নাম | সেট | রেপ্স | রেস্ট |
---|---|---|---|
Upright Rows | ৩ | ১০, ৮, ৬ | ৬০ সেকেন্ড |
Standing Calf Raises | ৩ | ১০, ৮, ৬ | ০ |
Lying Leg Raises | ৩ | ১০, ৮, ৬ | ৬০ সেকেন্ড |
সংগৃহীত। মূল লেখাঃ Grow Your Muscle Gym